সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
ইমামের খুতবার সময় কথা বলা নিষিদ্ধ
১২০. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি যদি (ইমামের খুতবা দেওয়া অবস্থায়) কথাবার্তায় লিপ্ত লোকদেরকে বল, তোমরা চুপ কর, তাহলে তুমি তোমার নফসকে দিয়ে একটি অনর্থক কাজ করালে। অর্থাৎ জুমু'আর দিন।
أبواب الكتاب
باب المنع من الكلام والإمام يخطب
120 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قُلْتَ لِلنَّاسِ أَنْصِتُوا وَهُمْ يَتَكَلَّمُونَ فَقَدْ لَغَوْتَ عَلَى نَفْسِكَ، يَعْنِي يَوْمَ الْجُمُعَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান