মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৬. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। সেখানে আছে, যে ব্যক্তি আল্লাহ্ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, অথবা চুপ থাকে।
كتاب آفات اللسان
باب ما جاء في الصمت
عن عائشة (7) رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم مثله (وفيه) ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت