মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৮১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : বংশ মর্যাদার উপর ভরসা করে আমল থেকে বিরত থাকার প্রতি ভীতি প্রদর্শন
১৮১. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি: লোকদের কি হলো যে, তারা বলে, রাসূল (ﷺ)-এর সাথে আত্মীয়তার সম্পর্ক তাঁর কওমের জন্য কল্যাণ বয়ে আনেনি? জেনে রাখ, আল্লাহর শপথ! আমার সাথে আত্মীয়তার সম্পর্ক দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই রক্ষা করা হবে। হে মানুষ! আমি তোমাদের আগে হাউযের কাছে যাব। যখন তোমরা আসবে তখন এক ব্যক্তি বলবে, হে আল্লাহর রাসূল (ﷺ), আমি অমুকের সন্তান অমুক, অন্যজন বলবে: আমি অমুকের সন্তান অমুক। আমি তাদেরকে বলবো, আমি তোমাদের বংশ সম্পর্কে অবগত; কিন্তু তোমরা আমার পরে নতুন নতুন জিনিস সৃষ্টি করেছ এবং পশ্চাদপসরণ করেছ।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من ترك العمل اتكالا على النسب
عن أبي سعيد الخدري (5) قال سمعت النبي صلى الله عليه وسلم يقول على هذا المنبر ما بال رجال يقولون ان رحم رسول الله صلى الله عليه وسلم لا تنفع قومه بلى والله ان رحمي موصولة في الدنيا والآخرة واني أيها الناس فرطك على الجوض فإذا جئتم قال رجل يا رسول الله انا فلان بن فلان وقال أخوه أنا فلان ابن فلان قال لهم أما النسب فقد عرفته ولكنكم احدثتم بعدي وارتددتم القهقرى