মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৬১
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : কৃপণতার প্রতি ভীতি প্রদর্শন
১৬১. 'আবদুল্লাহ ইব্‌ন সামিত (রা) থেকে বর্ণিত। একদা তিনি আবু যর (রা)-এর সাথে ছিলেন, আবু যর তার দান-দক্ষিণা নিয়ে বের হলেন, সাথে তার দাসীও ছিল। এরপর তিনি তার প্রয়োজন পূরণ করলেন, শেষে তার নিকট সাতটি স্বর্ণমুদ্রা অতিরিক্ত থেকে গেল। তিনি দাসীকে তা ভাংগিয়ে নিতে নির্দেশ দিলেন। তখন আমি তাকে বললাম, আপনি যদি তা জরুরী প্রয়োজন পূরণের জন্য অথবা মেহমানদারীর উপলক্ষে তা খরচ করার জন্য জমা করে রাখতেন, তাহলে ভাল হতো। তখন তিনি বললেন, আমার বন্ধু আমার নিকট থেকে এ প্রতিশ্রুতি নিয়েছেন যে, যে ব্যক্তি স্বর্ণ অথবা রৌপ্য জমা করে রাখে, এবং তা আল্লাহর পথে খরচ না করে, সেটি কিয়ামতের দিন অঙ্গারে পরিণত হবে এবং তা দিয়ে তাকে সেঁক দেয়া হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الشح والبخل
عن عبد الله بن الصامت (3) أنه كان مع أبي ذر فخرج عطاؤه ومعه جارية له فجعلت تقضي حوائجه قال ففضل معها سبعة (4) قال فأمرها أن تشتري بها فلوسا (5) قال قلت له لو ادخرته للحاجة تنوبك أو للضيف ينزل بك؟ قال إن خليلي عهد إلى أن ايما ذهب أو فضة أو كي عليه (6) فهو جمر على صاحبه حتى يفرغه في سبيل الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান