মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৫৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: উম্মতে মুহাম্মাদীর বয়স হায়াত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৮. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে চল্লিশ বছর জীবন অতিবাহিত করে, আল্লাহ তার উপর থেকে তিন প্রকার বিপদ দূর করে দেন। পাগলামী, কুষ্ঠরোগ ও শ্বেত রোগ। যখন তার বয়স পঞ্চাশ বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার হিসাব সহজ করেন, আর যখন তার বয়স ষাট বছরে পৌঁছে, তখন আল্লাহ তাকে যেমন চান তেমন তওবার সুযোগ দান করেন আর যখন তার বয়স ৭০ বছরে পৌঁছে তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং আসমান-বাসীরাও তাকে ভালোবাসে। আর যখন তার বয়স আশি বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার নেক আমল কবুল করেন এবং তার বদ বা খারাপ আমলসমূহ মাফ করে দেন। আর যখন তার বয়স নব্বই বছরে পৌঁছে, তখন আল্লাহ্ তার পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাঁকে তাঁর যমীনে বন্দী হিসাবে আখ্যায়িত করেন, এবং সে তার পরিবারের লোকদের জন্য সুপারিশকারী হয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في اعمار الأمة المحمدية
عن انس بن مالك (6) أن رسول الله صلى الله عليه وسلم قال ما من معمر يعمر في الإسلام أربعين سنة الا صرف الله عنه ثلاثة أنواع من البلاء الجنون والجذام والبرص فإذا بلغ خمسين سنة لين الله عليه الحساب فإذا بلغ ستين رزقه اللله الانابة اليه بما يحب فإذا بلغ سبعين سنة أحبه الله وأحبه أهل السماء فإذا بلغ الثمانين قبل الله حسناته وتجاوز عن سيئاته فإذا بلغ تسعين غفر الله له ما تقدم من ذنبه وما تأخر وسمي أسير الله في أرضه وشفع لأهل بيته