মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৪৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৯. বুরায়দ ইবন আখরাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রা) কে বলতে শুনেছি। আহলে সুফফার এক ব্যক্তি মৃত্যুবরণ করলে তখন বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ), সে এক দীনার অথবা দিরহাম ঋণ রেখে গেছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ধরনের অবস্থায় তোমরাই তার জানাযার নামায পড়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن بريد بن أخرم (1) قال سمعت عليا يقول مات رجل من أهل الصفة فقيل يا رسول الله ترك دينارا أو درهما فقال كيتات صلوا على صاحبكم