মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৪৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : সম্পদের লালসা না করা প্রসঙ্গ
১৪৪. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, "আদম সন্তানের যদি একটি খেজুরের উপত্যকা থাকে, তবুও সে অনুরূপ আরো একটির প্রত্যাশা করবে। এরপর আরো একটির প্রত্যাশা করবে, অবশেষে সে আরো অধিক উপত্যকার কামনা করবে। আর আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না।"
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحرص على المال
عن جابر بن عبد الله (2) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو كان لابن آدم واد من نخل تمنى مثله ثم تمنى مثله حتى يتمنى أودية ولا يملأ جوف ابن آدم إلا التراب
tahqiqতাহকীক:তাহকীক চলমান