মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১৩৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: সম্পদশালী হওয়ার লালসা থেকে ভীতি প্রদর্শন
১৩৮. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সম্পদ ও পরিবারের অধিক প্রাচুর্য থেকে নিষেধ করেছেন, তখন আবূ জামরা বলেন আর তিনি সেখানে আগে থেকেই বসা ছিলেন। হাঁ, আখরাম তায়ী তার পিতা থেকে আর 'আবদুল্লাহ (রা) রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন। (ওই হাদিসের শেষে আছে) 'আবদুল্লাহ (রা) বললেন, কুফা ও মদীনার প্রাচুর্যের কি অবস্থা?
শো'বা (রা) বলেন, তখন আমি আবূ তাইয়াহ (র) কে বললাম, আত-তাবাক্কুর কি? তিনি বললেন, অধিক প্রাচুর্য।
শো'বা (রা) বলেন, তখন আমি আবূ তাইয়াহ (র) কে বললাম, আত-তাবাক্কুর কি? তিনি বললেন, অধিক প্রাচুর্য।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الغنى مع الحرص
عن عبد الله قال نهانا رسول الله صلى الله عليه وسلمعن التبقر (9) في الأهل والمال فقال أبو جمرة وكان جالسا عنده نعم حدثني أحرم الطائي عن أبيه عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال فقال عبد الله فكيف بأهل براذان وأهل بالمدينة وأهل بكذا قال شعبة فقلت لأبي التياح ما التبقر قال الكثرة