মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১১৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১১৯. ইসমা'ঈল ইবন বশীর (রা) থেকে বর্ণিত। আমি জাবির, ইবন 'আবদুল্লাহ ও আবূ তালহা আনসারী (রা) থেকে শুনেছি, তারা বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের মান- সম্মান ও ইজ্জতের উপর জুলুম হওয়ার সময় তাকে পরিত্যাগ করে (অর্থাৎ সাহায্য না করে), তাকে আল্লাহ্ তা'আলা পরিত্যাগ করবেন সে সময় যখন সে সাহায্য কামনা করে। তেমনিভাবে যে ব্যক্তি কোন মুসলমানের মান, সম্মান ও ইজ্জতের উপর জুলুমের সময় তাকে সাহায্য করবে, আল্লাহ্ তা'আলা তাকে সাহায্য করবেন সে সময় যখন সে সাহায্য কামনা করে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن اسماعيل بن بشير (6) مولى بني مغالة قال سمعت جابر بن عبد الله وابا طلحة بن سهل الانصاريين يقولان قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ يخذل امرأ مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن (9) يحب فيه نصرته