মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১১৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১১৭. 'আউফ ইবন হারিছ (রা) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রা)-এর ভাতিজা ছিলেন। তিনি বলেন 'আয়েশা (রা)-এর কোন একটি জিনিস কাউকে দান করা কিংবা বিক্রির ব্যাপারে 'আবদুল্লাহ ইবন্ যুবায়র (রা) বললেন, আল্লাহর শপথ! হয় 'আয়েশা (রা) এটা থেকে বিরত থাকবেন, না হয় আমি তাঁর উপর কঠোরতা অবলম্বন করবো। এ কথা শুনে 'আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, সত্যই কি সে এ ধরনের কথা বলেছে? লোকেরা বললো, হ্যাঁ। 'আয়েশা (রা) বললেন, আল্লাহর নাম নিয়ে অঙ্গীকার করছি, আমি ইবন যুবায়রের সাথে কখনও কথা বলবো না। এ বিচ্ছেদ দীর্ঘায়িত হলো, তখন ইবন্ যুবায়র (রা) 'আয়েশা (রা)-এর নিকট মিসওয়ার ইবন মাখরামা ও আবদুর রহমান ইব্ন আসওয়াদকে সুপারিশ করতে পাঠালেন, এ দুজন বনী যোহরার লোক ছিল। তিনি ঘটনাটি উল্লেখ করলেন তখন মিসওয়ার ও 'আবদুর রহমান 'আয়েশা (রা) কে আল্লাহর দোহাই দিতে লাগলেন যে, আপনি ইবন যুবায়র (রা)-এর সাথে কথা বলুন, তার ওজর কবুল করুন। তারা দুজন 'আয়েশা (রা) কে বললেন, আপনি তো জানেন যে, নবী (ﷺ) সালাম কালাম ও দেখা সাক্ষাৎ বন্ধ করতে নিষেধ করেছেন। কেননা, তিনি বলেছেন, কোন মুসলমানের পক্ষে তার মুসলমান ভাইয়ের সাথে তিন রাতের অর্থাৎ তিন দিনের বেশী দেখা সাক্ষাৎ ও সালাম কালাম বন্ধ রাখা জায়েয নেই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن عوف بن الحارث (12) وهو ابن اخي عائشة لأمها رضي الله عنها حدثته (13) أن عبد الله بن الزبير قال في بيع أو عطاء أعطته (1) والله لتنتهين عائشة أو لا حجرن عليها فقالت عائشة أو قال هذا؟ قالوا نعم قالت هو لله على نذر ان لا أكلم ابن الزبير كلمة ابدا (2) فاستشفع عبد الله بن الزبير المسور بن مخرمة وعبد الرحمن ابن الاسود بن عبد يغوث وهما من بني زهرة فذكر الحديث وطفق المسور وعبد الرحمن يناشدان عائشة الا كلمته وقبلت منه ويقولان لها ان رسول الله صلى الله عليه وسلم قد نهى عما علمت من الهجر أنه لا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث ليال