মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১১৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১১৪. হিশাম ইবন 'আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন মুসলমানের জন্য কোন মুসলমানের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করা হালাল নয়। তারা যদি তিন দিনের অধিক বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তাহলে তারা সত্য পথ থেকে মুখ ফিরিয়ে নিল, যতক্ষণ তারা বিচ্ছিন্ন থাকে। তাদের মধ্যে যে প্রথমে ফিরে আসবে, তার ফিরে আসা গুনাহের কাফফারা হিসেবে গণ্য হবে। সে যদি তাকে সালাম দেয়, অন্যজন যদি সালামের উত্তর না দেয় এবং সালাম গ্রহণ না করে, তাহলে প্রথম ব্যক্তির সালামের উত্তর ফেরেশতাগণ দিবে, আর দ্বিতীয় ব্যক্তির সালামের উত্তর শয়তান দিবে। তারা যদি এভাবে বিচ্ছিন্ন অবস্থায় মারা যায়, তাহলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য বর্ণনায়, তারা কখনও জান্নাতে একত্রিত হবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن هشام بن عامر (2) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لمسلم أن يهجر مسلما فوق ثلاث ليال غإن كان تصادرا (3) فوق ثلاث فإنهما ناكبان (4) عن الحق ماداما على صرامهما (5) وأولهما فيئا فسبقه بالفيء كفارته (6) فإن سلم عليه فلم يرد عليه ورد عليه سلامه (7) ردت عليه الملائكة ورد على الآخر الشيطان فإن ماتا على صرامهما لم يجتمعا في الجنة ابدا (وله في رواية أخرى) لم يدخلا الجنة جميعا ابدا