মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১১২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে বিচ্ছিন্ন করে রাখা, তার ক্ষতিসাধন ও তাকে ভীতি প্রদর্শন করার প্রতি নিষেধাজ্ঞা
১১২. আবূ হুরায়রা (রা) নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেন যে, কোন মুসলমানের জন্য তার কোন মুসলমানের সাথে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করা জায়েয নেই, যে ব্যক্তি তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন অবস্থায় থাকবে এবং মারা যাবে, সে দোযখে প্রবেশ করবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من هجر المسلم وترويعه والاضرار به
عن أبي هريرة (3) عن النبي صلى الله عليه وسلم لا هجرة فوق ثلاث فمن هجر أخاه فوق ثلاث فمات دخل النار