মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ১১০
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ছিদ্রান্বেষণ ও প্রতারণা থেকে ভয় প্রদর্শন সম্পর্কে
১১০. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসা ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অচিরেই তোমাদের নিকট একজন জান্নাতী লোক উপস্থিত হবে। তখন সেখানে একজন আনসার প্রবেশ করলেন, যার দাঁড়ি থেকে অযুর পানি গড়িয়ে পড়ছিল, আর তার জুতা জোড়া তার বাম হাতে ছিল, পরের দিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে অনুরূপ বললেন এবং উক্ত ব্যক্তি প্রথম বারের মত পুনরায় আসলেন, তারপর যখন সে তৃতীয় দিন আসলো, তখনও রাসূল (ﷺ) অনুরূপ কথা বললেন। আর ঐ লোকটিও পূর্বের অবস্থায় সেখানে উপস্থিত হলেন। এরপর যখন রাসূলুল্লাহ (ﷺ) উঠে গেলেন, তখন আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস লোকটির নিকট গিয়ে বললেন, আমার পিতার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তিনদিন বাড়ি যাব না বলে শপথ করেছি। আপনি যদি আমাকে আপনার কাছে আশ্রয় দিতেন (তাহলে ভাল হতো)। লোকটি বললো, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, 'আবদুল্লাহ আমাদেরকে বলেছে, সে তিনদিন ঐ লোকের সাথে রাত্রি যাপন করে, কিন্তু সে তাকে রাতে উঠে ইবাদত করতে দেখেনি। তবে যখনই সে ঘুমের প্রস্তুতি নিত এবং শয্যাগত হতো, তখনই আল্লাহর কথা স্মরণ করতো এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতো। তারপর সে ফযরের নামাযের জন্যই শুধু দাঁড়াতো, আবদুল্লাহ বলেন, তবে আমি তাকে ভাল ছাড়া আর কিছু বলতে শুনিনি, তারপর যখন তিন রাত অতিবাহিত হলো এবং আমি তার আমলকে খাটো করে দেখছিলাম, তখন আমি বললাম, হে আল্লাহর বান্দাহ, মূলত: আমার ও আমার পিতার মাঝে কোন ক্রোধ ও ঝগড়া বিবাদ নেই। কিন্তু আমি রাসূলকে তিনবার বলতে শুনেছি যে, তোমার কাছে এখনই একজন জান্নাতী লোক প্রবেশ করবে, আর তিন বারই আপনি প্রবেশ করেছেন। ফলে আমার ইচ্ছে হলো আপনার কাছে আশ্রয় নিয়ে দেখবো আপনি কি আমল করেন, যা আমি অনুসরণ করতে পারি। কিন্তু আমি আপনাকে অতিরিক্ত আমল করতে দেখিনি। তাহলে আপনি কিভাবে সে স্থানে পৌঁছলেন যার কথা রাসূল (ﷺ) বলেছেন? লোকটি বললো, যা দেখেছ, তা ছাড়া আমার কাছে কিছু নেই। তারপর আমি যখন ফিরে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডেকে বললেন, যা দেখেছ, তা ছাড়া একটি কাজ আমি করি, তা হলো কোন মুসলমানকে আল্লাহ্ কল্যাণের যা কিছু দিয়েছেন সেটার প্রতি আমার অন্তরে হিংসা-বিদ্বেষ থাকে না, তখন 'আবদুল্লাহ (রা) বললেন, এটাই তোমাকে ঐ স্থানে পৌছিয়েছে, যেটি আমাদের দ্বারা সম্ভব নয়।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الحسد والبغضاء والغش
عن أنس ابن مالك (4) قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقال يطلع عليكم الآن رجل من أهل الجنة فطلع رجل من الانصار تنطف لحيته (5) من وضوئه قد تعلق نعليه في يده الشمال فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل ذلك فطلع ذلك الرجل مثل المرة الأولى فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وسلم مثل مقالته ايضا فطلع ذلك الرجل على مثل حاله الأولى فلما قام النبي صلى الله عليه وسلم تبعه عبد الله بن عمرو بن العاص فقال اني لاحيت (6) ابي فأقسمت أن لا أدخل عليه ثلاثا فإن رأيت أن تؤيني اليك حتى تمضى فعلت؟ قال نعم قال أنس وكان عبد الله يحدث أنه بات معه تلك الليالي الثلاث فلم يره يقوم من الليل شيئا غير أنه إذا تعار (7) وتقلب على فراشه ذكر الله عز وجل وكبر حتى يقوم لصلاة الفجر قال عبد الله غير اني لم اسمعه يقول الا خيرا فلما مضت الثلاث ليال وكدت ان احتقر عمله قلت يا عبد الله اني لم يكن بيني وبين ابي غضب ولا هجر ثم ولكن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لك ثلاث مرار يطلع عليكم الآن رجل من أهل الجنة فطلعت أنت الثلاث مرار فاردت ان آوي إليك لأنظر ما عملك فأقتدي به فلم أرك تعمل كثير عمل فما الذي بلغ بك ما قال رسول الله صلى الله عليه وسلم؟ فقال ما هو إلا ما رأيت قال فلما وليت دعاني فقال ماهو إلا ما رأيت غير أني لا أجد في نفسي لأحد من المسليمن غشا ولا أحسد احدا على خير أعطاه الله اياه فقال عبد الله هذه التي بلغت بك وهي التي لا نطيق