মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১০৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : যুলুম ও অন্যায় করা থেকে ভীতি প্রদর্শন এবং এবিষয়ে সাহায্য করা প্রসঙ্গে
১০৭. তার থেকে আরো বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তিন ব্যক্তির দু'আ আল্লাহ্ ফিরিয়ে দেন না, ন্যায়বিচারক ইমাম, রোযাদার ব্যক্তি যখন সে ইফতার করে এবং মযলুমের দু'আ মেঘের উপর বহন করা হয় এবং তার জন্য আকাশের দরজা খোলা হয়। আল্লাহ তা'আলা বলেন, আমার ইজ্জতের শপথ করে বলছি, অবশ্যই তোমাকে যথাসময়েই সাহায্য করা হবে।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الظلم والباطل والاعانة عليهما
وعنه أيضا (1) ان رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة لا ترد دعوتهم الامام العادل والصائم حتى يفطر ودعوة المظلوم تحمل على الغمام وتفتح له أبواب السماء ويقول الرب عز وجل وعزتي لأنصرنك ولو بعد حين
tahqiqতাহকীক:তাহকীক চলমান