সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
সময় ও কালকে গালি দেওয়া নিষিদ্ধ
১১৭. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন: আদমের পুত্র যেন না বলে হায় সর্বনাশা কাল। কেননা কাল তাে আমি স্বয়ং, আমিই রাত ও দিন প্রেরণ করি। যখন চাহিব তখন উহা আর প্রেরণ করিব না।
أبواب الكتاب
باب النَّهْىِ عَنْ سَبِّ الدَّهْرِ،
117 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللَّهُ تَعَالَى: «لَا يَقُلِ ابْنُ آدَمَ يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنِّي أَنَا الدَّهْرُ أُرْسِلُ اللَّيْلَ وَالنَّهَارَ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান