মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৭৭
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : নিফাকী ও মুনাফিকী এবং দ্বিমুখী নীতির প্রতি ভীতি প্রদর্শন
৭৭. ইবন উবায়দ (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি একদিন মক্কায় বসা ছিলেন। এ সময় আবদুল্লাহ ইবন 'উমর তার সাথে ছিলেন। আমার পিতা বললো রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন মুনাফিকের উদাহরণ হবে ঐ বকরীর মত, যে বকরী দুটি মেষপালের বিশ্রামাগারের মাঝখানে অবস্থান করে, যখন এ পালে আসে তখন তারা তাকে শিং দিয়ে গুতা মারে, আর যখন অন্য পালে আসে, তখন তারা তাকে শিং দিয়ে গুতা মারে।
তখন ইবন 'উমর (রা) তাকে বললেন, তুমি মিথ্যা বলছো। তখন কাওমের লোকেরা তার কাছে আমার পিতার বিষয়ে ভাল বলল ও প্রশংসা করল। তখন ইবন 'উমর (রা) বললেন, তোমরা যা ধারণা করছ তোমাদের সাথীর ব্যাপারে, আমারও একই ধারণা, কিন্তু আমি রাসূল (ﷺ)-এর বলার সময় উপস্থিত ছিলাম, তিনি তখন বলেছিলেন, ঐ বকরীর ন্যায়, যা দুটি মেষপালের মাঝে দ্বিধান্বিত হয়ে ঘুরতে থাকে। তখন তিনি (আমার বাবা) বললেন, উভয়ের অর্থ তো একই। তখন ইবনে ওমর বললেন আমি তার নিকট থেকে এভাবে শুনেছি।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من النفاق وذكر المنافقين وخصالهم وذي الوجهين
عن ابن عبيد عن أبيه (12) أنه جلس ذات يوم بمكة وعبد الله بن عمر رضي الله عنهما معه فقال أبي قال رسول الله صلى الله عليه وسلم إن مثل المنافق يوم القيامة كالشاة بين الربيضين (1) من الغنم إن اتت هؤلاء نطحتها وإن أتت هؤلاء نطحتها فقال له بن عمر كذبت فأثنى القوم على أبي خيرا أو معروفا فقال ابن عمر لا اظن صاحبكم إلا كما تقولون ولكني شاهد نبي الله صلى الله عليه وسلم إذ قال كالشاة بين الغنمين فقال هو سواء (2) فقال هكذا سمعته
tahqiqতাহকীক:তাহকীক চলমান