মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ৬৯
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: পূর্বপুরুষদের ও অন্যান্য বিষয় নিয়ে গর্ব করা থেকে ভীতি প্রদর্শন করা সম্পর্কে যা এসেছে
৬৯. আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ)-এর নিকট উট ও বকরীর মালিকেরা গর্ব করেছিল। তখন নবী করিম (ﷺ) বলেন, গর্ব ও অহংকার উটের মালিকদের মাঝে দেখা যায়, এবং প্রশান্তি ও সম্মান বকরীর মালিকদের মধ্যে দেখা যায়, তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মূসা (আ)-কে রাসুল বানানো হয়েছিল, এমতাবস্থায় যে তিনি তার পরিবারের বকরী চরাতেন; আর আমাকে রাসূল বানানো হয়েছে, এমতাবস্থায় যে আমি আমার পরিবারের বকরী মক্কার 'জিয়াদ' নামক স্থানে চরাই।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من التفاخر بالآباء في النسب وغير ذلك
عن أبي سعيد الخدري (8) قال افتخر أهل الإبل والغنم عند النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم الفخر والخيلاء في أهل الأبل والسكينة والوقار في أهل الغنم وقال رسول الله صلى الله عليه وسلم بعث موسى عليه السلام وهو يرعى غنما على أهله وبعثت أنا وأنار أرعى غنما لأهلي بجياد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৯ | মুসলিম বাংলা