মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৫৮
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : গর্ব ও অহংকার বিষয়ে ভীতি প্রদর্শন প্রসঙ্গ
৫৮. হুমায়দ ইবন 'আবদুর রহমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবন মাসউদ (রা) বলেছেন, আমাকে রাসূলের অমুক অমুক গোপন কথা শুনতে বাধা দেওয়া হত না। ইবন আউফ বলেন তিনি একটি কথা ভুলে যান এবং আমিও একটি ভুলে যাই। ইবন মাসউদ (রা) বলেন, আমি রাসূল (ﷺ)-এর নিকট আসলাম, তখন সেখানে মালিক ইব্ন মুরারা রাহাউয়ী (রা) উপস্থিত ছিলেন। সে সময় আমি তার কথার শেষ অংশটি পেলাম, সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে যে সৌন্দর্য দেয়া হয়েছে তা আপনি জানেন, আমি এটা পছন্দ করি না যে আমাদের মাঝে কেউ জুতার ফিতার ক্ষেত্রেও আমার চেয়ে অধিক সুন্দর হবে, এ ব্যাপারে আপনার মত কি? এটা কি বাড়াবাড়ি ও অন্যায় হবে না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না, এটা অন্যায় হবে না। কিন্তু অন্যায় হবে অহংকারী হলে। তিনি বলেন, আর তা হলো সত্যকে অবজ্ঞা করা ও মানুষকে হেয় জ্ঞান করা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الكبر والخيلاء
عن حميد بن عبد الرحمن (3) قال قال ابن مسعود كنت لا أحجب عن النجوى (4) ولا عن كذا ولا عن كذا قال ابن عون (5) فنسى واحدة ونسيت أنا واحدة قال فأتيته (6) وعنده مالك بن مراوة الرهاوى فأدركت من آخر حديثه وهو يقول يارسول الله قد قسم لي من الجمال ما ترى فما أحب أن أحدا من الناس فضلني بشراكين (7) فما فوقهما أفليس ذلك هو البغى؟ قال لا ليس ذلك البغى لكن البغى من بطر (8) قال أو قال سفه الحق وغمط (9) الناس