মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৫৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : গর্ব ও অহংকার বিষয়ে ভীতি প্রদর্শন প্রসঙ্গ
৫৬. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর নবী নূহ (আ) যখন মৃত্যু শয্যায়, তখন তিনি তার ছেলেকে বলেন, আমি তোমাকে ওসীয়ত করব। আমি তোমাকে দুটি কাজের আদেশ দিচ্ছি এবং দুটি জিনিস বর্জন করার নির্দেশ দিচ্ছি। তোমাকে "লা ইলাহা ইল্লাল্লাহ" বলার নির্দেশ দিচ্ছি। এরপর তিনি এর ফযিলত বর্ণনা করেন এবং "সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী" এরও ফযিলত বর্ণনা করেন। এরপর বলেন, আমি তোমাকে শিরক ও অহংকার থেকে মুক্ত থাকার নির্দেশ দিচ্ছি। আমি বললাম, হে আল্লাহর রাসূল, শিরক তো বুঝতে পারলাম, কিন্তু অহংকার কি? আমাদের কারও দুটি সুন্দর জুতা হবে, সেগুলোর ফিতা সুন্দর হোক, এটা কি অহংকার হবে? তিনি বললেন, না। আমাদের কারও জুব্বা থাকবে এবং তা পরিধান করবে, তাও কি অহংকার হবে? তিনি বললেন, না। তিনি বলেন, আমাদের কারও ভারবাহী পশু থাকে আর সে যদি তাতে আরোহণ করে, তাও কি অহংকার হবে? তিনি বললেন, না। আমাদের কারো অনেক সঙ্গী-সাথী থাকে যাদের কাছে সে বসে তাও কি অহংকার হবে? তিনি বললেন, না। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাহলে অহংকার কি? রাসূল (ﷺ) বললেন, সত্যকে অবজ্ঞা করা ও মানুষকে হেয় মনে করা অহংকারের মধ্যে গণ্য।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الكبر والخيلاء
عن عبد الله بن عمرو (4) أن النبي صلى الله عليه وسلم قال ان نبي الله نوحا لما حضرته الوفاة قال لابنه اني قاص عليك الوصية آمرك باثنتين وانهاك عن اثنتين آمرك بلا إله إلا الله (فذكر فضلها) (5) وسبحان الله وبحمده فذكر فضلها ثم قال وانهاك عن الشرك والكبر قال قلت أو (6) قيل يارسول الله هذا الشرك قد عرفناه فما الكبر؟ قال ان يكون لأحدنا نعلان حسنتان لهما شراكان حسنان؟ قال لا قال هو أن قال هو ان يكون لأحدنا حلة يلبسها قال لا قال الكبر هو أن يكون لأحدنا دابة يركبها؟ قال لا قال أفهو ان يكون لأحدنا أصحاب يجلسون اليه؟ قال لا قيل يا رسول الله فما الكبر؟ قال سفه الحق (7) وغمص الناس