মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ৫২
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: 'রিয়া' সম্পর্কে ভীতি প্রদর্শন আর 'রিয়া' হলো গোপন শিরক
৫২. ইবন আদরা' (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে পাহারা দিচ্ছিলাম। এরপর তিনি তাঁর কোন প্রয়োজনে বের হলেন এবং আমাকে দেখে আমার হাত চেপে ধরলেন। তখন আমরা সামনে চললাম, তখন উচ্চস্বরে কুরআন তেলাওয়াত করে নামায পড়া অবস্থায় এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলাম। নবী করিম (ﷺ) বললেন, সম্ভবত: লোকটি মানুষকে দেখানোর জন্য তা করছে, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! সে তো নামাযে উচ্চস্বরে কুরআন পড়ছে (অর্থাৎ সে নেক লোক) আমার এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ছেড়ে দিলেন, তারপর বললেন, তোমরা এ কাজের পুরস্কার ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। তিনি বলেন, এরপর তিনি অন্য এক রাতে বের হন। এ সময় আমি তাকে পাহারা দিচ্ছিলাম। তিনি আমার হাত ধরলেন। এ সময় এক ব্যক্তি নামাযে কুরআন পড়ছিল, আমরা তার পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমি বললাম, সম্ভবত: লোকটি মানুষকে দেখানোর জন্য উচ্চস্বরে কুরআন পড়ছে, তখন নবী করিম (ﷺ) বললেন, কখন ও নয়, সে তাওবা ও ইখলাছের সাথে আল্লাহর নিকট প্রত্যাবর্তনকারী। তিনি বলেন, আমি তাকিয়ে দেখলাম, সে 'আবদুল্লাহ 'যুলবিজাদাইন'।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من الرياء وهو الشرك الخفي نعوذ بالله منه
عن ابن الأدرع (1) قال كنت احرس النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرج لبعض حاجته قال فرآني فأخذ بيدي فانطلقنا فمررنا على رجل يصلي يجهر بالقرآن فقال النبي صلى الله عليه وسلم عسى أن يكون مرائيا (2) قال قلت يا رسول الله يصلي يجهر بالقرآن (3) قال فرفض يدي (4) ثم قال انكم لن تنالوا هذا الأمر (5) بالمغالبة قال ثم خرج ذات ليلة وانا احرسه لبعض حاجته فأخذ بيدي فمررنا على رجل يصلي بالقرآن قال فقلت عسى أن يكون مرائيا (6) فقال النبي صلى الله عليه وسلم كلا إنه أواب قال فنظرت فإذا هو عبد الله ذو البجادين