মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
হাদীস নং: ২৪
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ : পিতা-মাতার অবাধ্য হওয়ার প্রতি ভয় প্রদর্শন
২৪. আবু দারদা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, পিতা-মাতার অবাধ্য সন্তান, মদপানকারী ও তাকদীরে অবিশ্বাসী ব্যক্তি কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من عقوق الوالدين
عن أبي الدرداء (10) عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا مكذب بقدر