মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়

হাদীস নং: ১৬
কবীরা ও অন্যান্য গুনাহের বর্ণনা অধ্যায়
পরিচ্ছেদ: কবিরা গুনাহ সংক্রান্ত স্বভাব থেকে ভীতি প্রদর্শন এবং গুনাহকারীদের শাস্তি সম্পর্কে যা এসেছে
১৬. আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কোন কিছু শরীক না করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, রমযানের রোজা রাখে, কবীরা গুনাহ থেকে বিরত থাকে, তার জন্য অবশ্যই জান্নাত। তারা রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলো, কবীরা গুনাহ কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর সাথে শরীক করা, কোন মুসলমানকে হত্যা করা এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা।
كتاب الكبائر وأنواع اخرى من المعاصي
باب ما جاء في الترهيب من خصال من كبريات المعاصي مجتمعة ووعيد فاعلها
عن أبي أيوب الانصاري (2) أن رسول الله صلى الله عليه وسلم قال من جاء يعبد الله لا يشرك به شيئا ويقيم الصلاة ويؤتي الزكاة ويصوم رمضان ويجتنب الكبائر فإن له الجنة وسألوه ما الكبائر؟ قال الاشراك بالله وقتل النفس المسلمة وفرار يوم الزحف
tahqiqতাহকীক:তাহকীক চলমান