মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ১০৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
এমন কিছু হাদীস যা উদাহরণ অথবা প্রবাদ বাক্য হিসেবে এসেছে
১০৫. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল (ﷺ) এর নিকট কোন সংবাদ পৌঁছতে দেরী হলে আরব কবি তরফার কবিতার একটি পংতি আবৃত্তি করতেন; তাতে বলা হয়েছে, অচিরেই তোমার কাছে এমন সংবাদ আসবে, যার জন্য তুমি প্রয়োজনীয় উপাথ্য সংগ্রহ করনি।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
خاتمة في احاديث جرت مجرى الامثال
عن عائشة (7) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا استراث الخبز (8) تمثل به (9) ببيت طرفة (ويأتيك بالأخبار من لم تزود)