মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৯৭
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : নারীদের সম্পর্কে যা এসেছে এবং যে কাজে তারা জান্নাতে প্রবেশ করবে তার বর্ণনা
৯৭. 'আমর ইবন মু'আয আশ্হালী (র) তার দাদী থেকে, তিনি নবী করিম (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে, এমন কি বকরীর পায়ের পোড়া খুরা উপঢৌকন পাঠালেও নয়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في النساء وما يدخلهن الجنة
عن عمرو بن معاذ (3) الاشهلي عن جدته (4) رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم مثله إلا أن فيه ولو كراع شاة محرق
tahqiqতাহকীক:তাহকীক চলমান