মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ৯১
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ : দশটি বিষয় ও এর অতিরিক্ত যা এসেছে
৯১. 'উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা ইযার পরিধান করবে, পোশাক ও জুতা পরিধান করবে, শুধু মোজা পাজামা পরিধান ছেড়ে দেবে, (কেননা, আহলে কিতাবগণ মোজা পরিধান করতো, কিন্তু জুতা পরিধান করতো না এবং পাজামা পরিধান করতো, ইযার পরিধান করতো না, তিনি তাদেরকে আহলে কিতাবদের বিপরীত পরিধান করার আদেশ দিয়েছেন)। তোমরা ঘোড়ায় আরোহণের জন্য সাহায্য গ্রহণ করবে, তারুণ্য ও শক্তি নিয়ে লাফ দিয়ে ঘোড়ায় চড়বে, সাদাসিধে পোশাক পরিধান করবে, বিলাসিতা ও প্রাচুর্য্য পরিত্যাগ করবে, অনারবদের বিলাসী পোশাক পরিত্যাগ করবে, রেশমী পোশাক পরিধান করা থেকে সাবধান থাকবে, এর কারণ রাসূলুল্লাহ (ﷺ) তা পরিধান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা রেশমী পোশাক পরিধান করবে না, তবে এতটুকু পরিমাণ, একথা বলে তিনি তার দুই আঙ্গুলের দিকে ইংগিত করেন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في العشاريات ومازاد عنها
عن عمر بن الخطاب (7) رضي الله عنه أنه قال اتزروا وارتدوا وانتعلوا الخفاف والسراويلات (1) والقوا الركب (2) واتزوا تزوا (3) وعليكم بالمعدية (4) وارموا الأغراض وذوروا التنعم وزي العجم واياكم والحرير فإن رسول الله صلى الله عليه وسلم قد نهى عنه وقال لا تلبسوا من الحرير إلا ما كان هكذا واشار رسول الله بإصبعيه