মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৬৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: চারটি বিষয়ে সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৬৫. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চারটি কাজ যদি তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে দুনিয়ার সব হারিয়ে গেলেও তোমার কোন ক্ষতি হবে না। আমানতের হিফাযত করা, সত্য কথা বলা, উত্তম স্বভাব সৃষ্টি করা এবং খাদ্য যাচাই-বাছাই করে খাওয়া।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب في الرباعيات المبدوءة بعدد
عن عبد الله بن عمرو (10) ان رسول الله صلى الله عليه وسلم قال أربع اذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান