মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৪৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিন সংখ্যা উল্লেখ করে যা এসেছে
৪৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার সামনে প্রথম জান্নাতে প্রবেশকারী ও প্রথম জাহান্নামে প্রবেশকারী তিন ব্যক্তিকে উপস্থিত করা হয়। প্রথম জান্নাতে প্রবেশকারী তিনজন হলো, শহীদ, এমন গোলাম, যে তার রবের ইবাদত উত্তমভাবে পালন করেছে এবং তার মনিবের হকও ঠিকভাবে আদায় করেছে এবং এমন সচ্চরিত্র ব্যক্তি যে পরিবারের জন্য মানুষের কাছে চাওয়ার অভ্যাস থেকে বিরত থেকেছে। আর প্রথম তিনজন জাহান্নামে প্রবেশকারী হলো, স্বৈরাচারী বাদশাহ, যে তার প্রজাদের উপর জুলুম অত্যাচার করে, সম্পদশালী ব্যক্তি, যে তার মালের হক আদায় করেনি এবং অহংকারী দরিদ্র ব্যক্তি।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب الثلاثيات المبدوءة بعدد
عن أبي هريرة رضي الله عنه (9) قال قال رسول الله صلى الله عليه وسلم عرض على أول ثلاثة يدخلون الجنة وأول ثلاثة يدخلون النار فإما أول ثلاثة يدخلون الجنة فالشهيد وعبد مملوك أحسن عبادة ربه ونصح لسيده وعفيف (10) متعفف ذو عيال وأما أول ثلاثة يدخلون النار فأمير مسلط (11) وذو ثروة من مال لا يعطي حق ماله وفقير فخور
tahqiqতাহকীক:তাহকীক চলমান