সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
খাযির (আলাইহিস সালাম) ও মুসা (আলাইহিস সালাম)– এর সম্পর্কিত ঘটনা
১১৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খাযির (আলাইহিস সালাম)– কে খাযির নামে অভিহিত করার কারণ হল এই যে, একদা তিনি ঘাস–পাতা বিহীন শুষ্ক সাদা জায়গায় বসেছিলেন। সেখান থেকে তাঁর উঠে যাওয়ার পরই হঠাৎ ঐ স্থানটি সবুজ হয়ে গেল। (এ ঘটনা থেকেই তাঁর নাম খাযির হয়ে যায়।)
أبواب الكتاب
باب حَدِيثِ الْخَضِرِ مَعَ مُوسَى عَلَيْهِمَا السَّلاَمُ
113 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا سُمِّيَ خَضِرٌ؛ لِأَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ، فَإِذَا هِيَ تَهْتَزُّ تَحْتَهُ خَضْرَاءَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)