মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ৩৫
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
৩৫. 'উকবা ইবন 'আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করি এবং প্রথমে আমি সূচনা করি; তারপর তাঁর হাত ধরে জিজ্ঞেস করি: হে আল্লাহর রাসূল (ﷺ)! মুমিনের মুক্তি কিসে? রাসূল (ﷺ) বললেন, হে 'উকবা ! তোমার জবান সংযত রাখবে, তোমার বাসস্থানে অবস্থান করবে, এবং তোমার গুনাহের জন্য ক্রন্দন করবে। 'উকবা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার সাথে মিলিত হলেন এবং আমার হাত ধরে বললেন, হে 'উকবা ইব্‌ন আমর! তাওরাত, ইঞ্জিল, যাবুর ও ফুরকানের উত্তম তিনটি সুরা অবতীর্ণ করা হয়েছে আমি কি তোমাকে তা শিক্ষা দিব? 'উকবা বলেন, তখন আমি বললাম, হ্যাঁ, আপনার জন্য আল্লাহ আমাকে কুরবান করুন। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ালেন, এরপর বললেন, হে 'উকবা ! সুরাগুলো ভুলে যাবে না। এগুলো না পড়ে রাত যাপন করবে না। 'উকবা (রা) বলেন, এরপর থেকে আমি সুরাগুলো ভুলিনি এবং সুরাগুলো পড়া ব্যতিত একটি রাতও যাপন করিনি, 'উকবা (রা) বলেন, এরপর আমি রাসূলের (ﷺ) সাথে সাক্ষাৎ করি, প্রথমে সূচনা করি এবং তাঁর হাত ধরি। তারপর বলি: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে উত্তম আমলসমূহের সংবাদ দিন। তখন রাসূল (ﷺ) বললেন, হে 'উকবা ! যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক গড়বে; যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করবে, আর যে তোমার উপর জুলুম করে, তুমি তাকে ক্ষমা করবে।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن عقبة بن عامر (6) قال لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فأخذت بيده فقلت يا رسول الله ما نجاة المؤمن؟ قال يا عقبة املك لسانك (7) وليسعك بيتك (8) وابك على خطيئتك (9) قال ثم لقيني رسول الله صلى الله عليه وسلم فابتدأني فأخذ بيدي فقال يا عقبة بن عامر الا أعلمك خير ثلاث سور أنزلت في التوراة والانجيل والزبور والفرقان العظيم؟ قال قلت بلى جعلني الله فداك قال فأقرأني قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس ثم قال يا عقبة لا تنساهن ولا تبيتن ليلة حتى تقرأهن قال فما نسيتهن من منذ قال لا تنساهن وما بت ليلة قط حتى أقراهن (10) قال عقبة ثم لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فأخذت بيده فقلت يا رسول الله اخبرني بفواضل الأعمال فقال يا عقبة صل من قطعك واعط من حرمك واعف عمن ظلمك
tahqiqতাহকীক:তাহকীক চলমান