মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
হাদীস নং: ২৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা এসেছে
২৪. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ)-এর নিকট থেকে বর্ণনা করেন, যে কোন মু'মিন অন্য কোন পিপাসার্ত মুমিনকে পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ্ তাকে সুমধুর সীলমোহরকৃত পানি থেকে পান করাবেন। যে কোন মু'মিন অন্য কোন ক্ষুধার্ত মুমিনের খাওয়ার ব্যবস্থা করবে, অল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন, যে কোন মু'মিন বস্ত্রহীন মু'মিনের পরিধানের ব্যবস্থা করবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثلاثيات
عن أبي سعيد الخدري (4) فعه إلى النبي صلى الله عليه وسلم قال أيما مؤمن سقى مؤمنا شربة على ظمأ سقاه الله يوم القيامة من الرحيق المختوم وأيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله من ثمار الجنة وأيما مؤمن كسا مؤمنا ثوبا على عرى كساه الله من خضر (5) الجنة