মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়

হাদীস নং: ১৪
শিষ্টাচার, নসীহত, হিকমত এবং কম কথায় অধিক অর্থ পূর্ণ বিষয়ের বর্ণনায় উৎসাহ প্রদান অধ্যায়
পরিচ্ছেদ: দ্বৈত বিষয় সম্পর্কে যা এসেছে
১৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা নবী করিম (ﷺ) লোকদের একটি মজলিসে দাঁড়িয়ে বলেন, আমি কি তোমাদেরকে ভাল ও মন্দ মানুষের সংবাদ দেব না? লোকেরা চুপ থাকলো, তিনি এ কথাটি তিনবার বললেন। তখন তাদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! আপনি বলুন। তখন রাসূল (ﷺ) বললেন, তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি, যার কাছ থেকে কল্যাণ আশা করা যায়। আর তোমাদের অধম ঐ ব্যক্তি, যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় না, এবং যার অকল্যাণ থেকে লোকেরা নিরাপদ নয়।
كتاب جامع للأدب والمواعظ والحكم وجوامع الكلم في الترغيبات
باب ما جاء في الثنائيات
عن أبي هريرة (10) ان النبي صلى الله عليه وسلم وقف على ناس جلوس فقال ألا أخبركم بخيركم من شركم؟ فسكت القوم فأعادها ثلاث مرات فقال رجل من القوم بلى يا رسول الله قال خيركم من يرجى خيره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪ | মুসলিম বাংলা