মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৬১
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর বাণী: যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখল, সে প্রকৃত আমাকে দেখল।
৬১। আমার কাছে বর্ণনা করেছেন আবু সা'ঈদ (র), তিনি বলেন, আমার কাছে মুসান্না বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি হযরত আনাস ইবন মালিক (রা)-কে বলতে শুনেছি, আমার ওপর এমন কম রাত্রিই গত হয়, যাতে আমি আমার প্রিয়মানুষ মুহাম্মাদ (ﷺ)-কে স্বপ্নে দেখি না। বর্ণনাকারী বলেন, আনাস (রা) এ কথা বলতেন আর তার দু'চোখ হতে অশ্রু বের হত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। হায়ছামী (র) বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب قول النبي صلى الله عليه وسلم من رآني في النوم فقد رآني
حدّثنا أبو سعيد ثنا المثنى (9) قال سمعت أنس ابن مالك رضي الله عنه يقول فَل لّيلة تأتي على ألا وأنا أرى فيها خلبلي صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم، وأنس يقول ذلك وتدمع عيناه