মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৫১
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ: নবী (ﷺ)-এর বাণী: যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখল, সে প্রকৃত আমাকে দেখল।
৫১। আমার কাছে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবন জা'ফর (র)। তিনি বলেন, আমার কাছে আওফ ইবন আবি জামিলা (র) ইয়াযীদ ফারসী (র) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি হযরত ইবন আব্বাস (রা)-এর যুগে রাসূলুল্লাহ (ﷺ)-কে স্বপ্নে দেখেছি। তখন ইবন আব্বাস (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "নিশ্চয় শয়তান আমার সাদৃশ্য অবলম্বন করতে পারে না। সুতরাং যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে নিঃসন্দেহে আমাকেই দেখল।" তুমি কি আমার নিকট সে লোকের বিবরণ পেশ করতে পারবে, যাকে তুমি দেখেছ? ইয়াযীদ (র) বলেন, আমি বললাম, হ্যাঁ। আমি দু'লোকের মাঝখানে এক ব্যক্তিকে দেখলাম। তার দেহ উজ্জ্বল বাদামী রংবিশিষ্ট ছিল। তিনি সুন্দর হাস্যোজ্জ্বল ছিলেন। উভয়চোখ সুরমা মিশ্রিত ছিল। মুখমণ্ডলের আকৃতি সুন্দর ছিল। তাঁর দাড়ি এখান থেকে এই পর্যন্ত পূর্ণ ছিল। যা তার বক্ষদেশ প্রায় ঢেকে ফেলেছিল। বর্ণনাকারী আওফ (র) বলেন, এর সঙ্গে আরো কি কি গুণাবলী ছিল তা আমার জানা নেই। ইয়াযীদ (র) বলেন, এরপর ইবন আব্বাস (রা) বললেন, যদি তুমি জাগ্রত অবস্থায় তাকে দেখতে তবে এর চেয়ে অধিক গুণাবলী বর্ণনা করতে সক্ষম হতে না।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب تعبير الرؤيا
باب قول النبي صلى الله عليه وسلم من رآني في النوم فقد رآني
حدّثنا محمد بن جعفر (4) ثنا عوف بن أبي جميلة عن يزيد الفارسي قال رايت رسول الله صلى الله عليه وسلم في النوم زمن ابن عباس رضي الله عنهما وكان يزيد يكتب المصاحف، قال فقلت لابن عباس أني رأيت رسول الله صلى الله عليه وسلم في النوم، قال ابن عباس فإن رسول الله صلى الله عليه وسلم كان يقول أن الشيطان لا يستطيع أن يتشبه (5) فمن رآني في النوم فقد رآني (6) فهل تستطيع أن تنعت (7) لنا هذا الرجل الذي رأيت قال قلت نعم، رأيت رجلا بين الرجلين جسمه ولحمه أسمر إلى البياض، حسن المضحك، أكحل العينين، جميل دوائر الوجهن قد ملئت لحيته من هذه إلى هذه حتى كادت تملأ نحره، قال عوف لا أدري ما كان مع هذا من النعت، قال فقال ابن عباس لو رأيته في اليقظة ما استطعت أن تنعته فوق هذا