মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ১৭
স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
পরিচ্ছেদ : স্বপ্নের প্রকারভেদ এবং খারাপ স্বপ্ন দেখলে কী করবে?
১৭। আমার কাছে সুফিয়ান ইবন উয়াইনা (র) যুহরী (র) থেকে এবং তিনি আবূ সালামা (র) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম, যাতে ভয় পেয়ে জ্বরাক্রান্ত হয়ে পড়তাম। তবে আমাকে কম্বল জড়াতে হত না। (অন্য বর্ণনায়: আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে অসুস্থ করে দিত।) এরপর আমি আবু কাতাদা (রা)-এর সঙ্গে সাক্ষাত করে তার নিকট এটা ব্যক্ত করলাম। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করলেন। তিনি বলেছেন, 'ভাল স্বপ্ন' আল্লাহর পক্ষ হতে আর 'খারাপ স্বপ্ন' শয়তানের পক্ষ হতে। সুতরাং যদি কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপসন্দ করে, তবে সে যেন এটা প্রকাশ না করে এবং তিনবার তার বাম দিকে থুথু নিক্ষেপ করে ও আল্লাহর নিকট তার অনিষ্ট হতে আশ্রয় চায়। তবে (এরূপ করলে) স্বপ্ন তার কোন ক্ষতি করবে না।
বর্ণনাকারী সুফিয়ান (র) এক সময় বললেন: তোমাদের কেউ স্বপ্নে এমন কিছু দেখে যা সে পসন্দ করে, তবে সে যেন কেবল এমন ব্যক্তির নিকট তা ব্যক্ত যাকে সে পসন্দ করে।
(বুখারী, আবূ দাউদ, তিরমিযী)
বর্ণনাকারী সুফিয়ান (র) এক সময় বললেন: তোমাদের কেউ স্বপ্নে এমন কিছু দেখে যা সে পসন্দ করে, তবে সে যেন কেবল এমন ব্যক্তির নিকট তা ব্যক্ত যাকে সে পসন্দ করে।
(বুখারী, আবূ দাউদ, তিরমিযী)
كتاب تعبير الرؤيا
باب أنواع الرؤيا وما يفعل من رأى ما يكره
حدّثنا سفيان بن عيينة (4) عن الزهري عن أبي سلمة قال كنت أرى الرؤيا أعرى (5) منها غير أني لا أن مَّل (6) وفي رواية أن كنت لأرى الرؤيا تمرضني) حتى لقيت أبا قتادة رضي الله عنه فذكرت له ذلك فحدثني عن رسول الله صلى الله عليه وسلم قال الرؤيا من الله والحلم (7) من الشيطان، فمن رأى رؤيا يكرها فلا يخبر بها وليتفل عن يساره ثلاثًا وليستعذ بالله من شرها فإنها لا تضره، قال سفيان مرة أخرى فإنه لن يرى شيئًا يكرهه (وفي رواية وإذا رأى أحدكم ما يحب فلا يحدث بها إلا من يحب