মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ২০৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: প্লেগ হতে পলায়ন করার গোনাহ এবং প্লেগ কবলিত এলাকায় অবস্থান করার পুরস্কার
২০৯। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্লেগ হতে পলায়নকারী ব্যক্তি যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী সদৃশ। আর সেখানে অবস্থানকারী ব্যক্তি, যুদ্ধক্ষেত্রে অবস্থানকারীগণ সদৃশ।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ, বাযযার, তায়ালিসী বর্ণনা করেছেন। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب إثم الفار من الطاعون وثواب الصابر فيه
عن جابر بن عبد الله (4) قال قال رسول الله صلى الله عليه وسلم الفار من الطاعون كالفار من الزحف والصابر فيه كالصابر في الزحف
tahqiqতাহকীক:তাহকীক চলমান