মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৪৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক, তাবীয এবং অনুরূপ জিনিস বৈধ নয়।
১৪৬। হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে 'ইমরান ইবন হুসায়ন (রা) সংবাদ দিয়েছেন যে, নবী (ﷺ) এক লোকের বাহুতে পিতলের আংটা দেখে বললেন, ধিক তোমাকে! এটা কী? তিনি বললেন, এটা দূর্বলতার কারণে ব্যবহার করেছি। তিনি বললেন, সাবধান! এটা তো তোমার দূর্বলতা আরো বাড়াবে। এটা তোমার নিকট হতে ছুঁড়ে মার। কেননা, যদি তুমি মৃত্যুবরণ কর, আর এটা তোমার গায়ে থাকে, তবে তুমি কল্যাণ লাভ করতে পারবে না।
(হায়ছামী (র) বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী মুবারাক ইবন ফাযালা নির্ভরযোগ্য। তবে তার মধ্যে সামান্য দূর্বলতা রয়েছে। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما لا يجوز من الرقى والتمائم ونحوها
عن الحسن (1) قال أخبرنى عمران بن حصين أن النبى صلى الله عليه وسلم أبصر على عضد رجل حلقة من صفر (2) فقال ويحك ما هذا؟ قال من الواهة (3) قال أما أنها لا تزيدك إلا وهناً، انبذها عنك فإنك لو مت وهى عليك ما أفلحت أبداً
tahqiqতাহকীক:তাহকীক চলমান