মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৩৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: ঝাড়ফুঁকের শব্দাবলী।
১৩৮। হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হযরত হাসান (রা) ও হযরত হুসায়ন (রা)-কে এই দু'আ পড়ে ঝাড়তেন,
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
"আমি (তোমাদের জন্য) আল্লাহ পূর্ণ বাক্যসমূহের আশ্রয় চাই প্রত্যেক শয়তান হতে, প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর নযর হতে।"
এবং তিনি বলতেন, আমার পিতা ইবরাহীম (আ) তাঁর সন্তানদ্বয় ইসমাঈল (আ) ও ইসহাক (আ)-এর জন্য এভাবে আশ্রয় চাইতেন।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
"আমি (তোমাদের জন্য) আল্লাহ পূর্ণ বাক্যসমূহের আশ্রয় চাই প্রত্যেক শয়তান হতে, প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর নযর হতে।"
এবং তিনি বলতেন, আমার পিতা ইবরাহীম (আ) তাঁর সন্তানদ্বয় ইসমাঈল (আ) ও ইসহাক (আ)-এর জন্য এভাবে আশ্রয় চাইতেন।
(তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الألفاظ الواردة في الرقى
عن ابن عباس (1) أن رسول الله صلى الله عليه وسلم كان يعوّذ حسناً وحسيناً يقول أعوذ بكلمات الله (2) التامّة من كل شيطان وهامّة (3) ومن كل عين لامّة (4) وكان يقول كان إبراهيم أبى يعوّذ بهما إسماعيل وإسحق