মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৩১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: ঝাড়ফুঁকের শব্দাবলী।
১৩১। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের কাউকে ঝাড়ফুঁক করলে তিনি তার ওপর স্বীয় ডান হাত বুলাতেন এবং বলতেন,
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ إِنَّكَ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا.
হে মানুষের প্রভু! দুঃখ-বেদনা দূর করুন। তার রোগ নিরাময় করুন। আপনিই একমাত্র রোগ নিরাময়কারী। আপনার শিফা ব্যতীত কোন শিফা নেই। আপনি (তার রোগ) এমনভাবে নিরাময় করুন, যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এই দু'আ পড়ে ঝাড়ফুঁক করতেন,
امْسَحُ الْبَاسَ رَبَّ النَّاسِ، بِيَدِكَ الشَّفَاءُ، لَا يَكْشِفُ الْكَرْبَ إِلَّا أَنْتَ .
হে মানুষের রব! দুঃখ-বেদনা নিরাময় করুন। কেবল আপনার হাতে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। আপনি ব্যতীত কেউ বিপদ দূর করতে পারে না। (অন্য বর্ণনায় আপনি ব্যতীত কেউ বিপদ হতে মুক্তি দানকারী নেই।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب الألفاظ الواردة في الرقى
عن عائشة رضى الله عنها (7) أن رسول الله صلى الله عليه وسلم كان يعوّذ بعض أهله يمسحه بيمينه يقول اذهب البأس رب الناس وأشف إنك أنت الشافى لا شفاء إلا شفاؤك شفاءاً لا يغادر سقماً (1) (وعنها من طريق ثان) (2) أن النبى صلى الله عليه وسلم كان يرقى يقول امسح البأس رب الناس بيدك الشفاء لا يكشف الكرب إلا أنت (وفى رواية لا كاشف له إلا أنت)
tahqiqতাহকীক:তাহকীক চলমান