মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১২২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ

পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১২২। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক আনসারী পরিবারকে প্রত্যেক বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া হতে রক্ষা পাওয়ার জন্য ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন।
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز

باب ما يجوز من ذلك
عن عائشة رضى الله عنها (1) أن رسول الله صلى الله عليه وسلم رخص لأهل بيت من الأنصار في الرقية (وفى لفظ رخص في الرقية) من كل ذى حمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান