সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরনারীর দিকে তাকান হারাম, কেননা তা যিনার প্রথম স্তর।
১০২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আদম সন্তানের জন্য যিনার থেকে তার অংশ লিখিত রয়েছে, যা সে অবধারিতরূপে পাবে। চোখের যিনা তাকানো, দ্বিতীয়বার না তাকালে ঘুচে যায়। মুখের যিনা (যিনার করার) কথা বলা, অন্তরের যিনা আকাঙ্খা করা, আর লজ্জা স্থান গুনাহটিকে সত্য কিংবা মিথ্যা প্রমাণিত করে।
أبواب الكتاب
باب تحريم النظر إلى المرأة الأجنبية لأنه من مقدمات الزنا
102 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى ابْنِ آدَمَ نَصِيبٌ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ. قَالَ: فَالْعَيْنُ زِنْيَتُهَا النَّظَرُ وَتَصْدِيقُهَا الْإِعْرَاضُ، وَاللِّسَانُ زِنْيَتُهُ الْمَنْطِقُ، وَالْقَلْبُ زِنْيَتُهُ التَّمَنِّي، وَالْفَرْجُ يُصَدِّقُ بِمَا ثَمَّ أَوْ يُكَذِّبُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান