সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৯৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
সাক্ষী ব্যতীত কোন জিনিসের ব্যাপারে দু’ব্যক্তির দাবীদার হওয়া সম্পর্কে।
৯৬. নবী (ﷺ) বলেছেন, যখন দু’ব্যক্তি কসম খেতে বাধ্য হয় আর উভয়েই কসম করার জন্য প্রস্তুত হয়, তখন তাদের কসমের ব্যবস্থা লটারীর মাধ্যমে কর (অর্থাৎ যার নাম লটারীতে আগে আসবে, সে কসম করে তা নিয়ে নেবে।)
أبواب الكتاب
باب الرَّجُلَيْنِ يَدَّعِيَانِ شَيْئًا وَلَيْسَتْ لَهُمَا بَيِّنَةٌ
96 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُكْرِهَ الِاثْنَانِ عَلَى الْيَمِينِ فَاسْتَحَبَّاهَا فَأَسْهِمْ بَيْنَهُمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান