সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
জিহাদে ও আল্লাহর রাহে বের হওয়ার ফযীলত
৯২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর রাস্তায় মুসলমানদের যে যখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি যখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল তদ্রূপ হবে। রক্ত ছুটে বের হতে থাকবে। তার রং হবে রক্তের রং কিন্তু গন্ধ হবে মিশকের ন্যায়।
أبواب الكتاب
باب فَضْلِ الْجِهَادِ وَالْخُرُوجِ فِي سَبِيلِ اللَّهِ
92 - وقال رسول الله صلى الله عليه وسلم: «كل كلم يكلم به المسلم في سبيل الله يكون يوم القيامة كهيئتها إذا طعنت يفجر دما، اللون لون الدم، والعرف عرف المسك»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)