সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
উযুর মধ্যে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা।
৮১. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ উযু করে তখন যেন দুই নাসারন্ধ্রে পানি টেনে নেয়, এরপর ঝেড়ে ফেলে।
أبواب الكتاب
باب الاِسْتِنْثَارِ فِي الْوُضُوءِ
81 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَسْتَنْشِقْ بِمَنْخِرَيْهِ مِنْ مَاءٍ ثُمَّ لِيَنْتَثِرْ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)