সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
তাওবা।
৭৯. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কারো সওয়ারি হারিয়ে যায় অতঃপর সে তা খুঁজে পায় তাহলে কি সে আনন্দিত হবে? সাহাবায়ে কেরাম বললেন: হ্যাঁ! ইয়া রাসুলূল্লাহ, অবশ্যই সে খুশি হবে। নবীজি বললেন: ওই সত্তার শপথ যার হাতে মোহাম্মাদের প্রাণ, নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দার তাওবায় তোমাদের ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন, যে ব্যক্তি তার উটটি ফিরে পেয়েছে (যেটিকে কিনা সে হারিয়ে ফেলেছিল মরুভূমিতে)।
أبواب الكتاب
باب التوبة
79 - وقال رسول الله صلى الله عليه وسلم: «أيفرح أحدكم براحلته إذا ضلت منه ثم وجدها؟» قالوا: نعم يا رسول الله، قال: «والذي نفس محمد بيده لله أشد فرحا بتوبة عبده إذا تاب من أحدكم براحلته إذا وجدها»
tahqiqতাহকীক:তাহকীক চলমান