সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
স্থির পানিতে পেশাব করা নিষেধ
৭৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি যেন প্রবাহিত নয় এমন স্থির পানিতে পেশাব না করে, তারপর আবার তা থেকে গোসল করে।
أبواب الكتاب
باب النَّهْىِ عَنِ الْبَوْلِ، فِي الْمَاءِ الرَّاكِدِ
73 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُبَالُ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي، ثُمَّ يُغْتَسَلُ بِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)