সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
(ইসতিনজার জন্য) বেজোড় সংখ্যক ঢিলা–কুলুখ ব্যবহার করা
৫২. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন ঢিলা ব্যবহার করবে তখন বেজোড় সংখ্যক নিবে।
أبواب الكتاب
باب الاِسْتِجْمَارِ وِتْرًا
52 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَجْمَرَ أَحَدُكُمْ فَلْيُوتِرْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান