সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
কুকুরের উচ্ছিষ্ট সম্পর্কে বিধান
৩৫. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তখন সে পাত্র পবিত্র করার পদ্ধতি হল সাতবার তা ধূয়ে ফেলা।
أبواب الكتاب
باب حُكْمِ وُلُوغِ الْكَلْبِ
35 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ الْكَلْبُ فِيهِ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»