সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
যখন দুই মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখী হয়
২৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না দুটি বড় দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। তাদের মাঝে এক ভয়াবহ যুদ্ধ হবে। অথচ তাদের উভয়ের দাবী একই হবে।
أبواب الكتاب
باب إِذَا تَوَاجَهَ الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا
23 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ عَظِيمَتَانِ تَكُونُ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ وَدَعْوَاهُمَا وَاحِدَةٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)