মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১৯
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: গুলি বা এ জাতীয় বস্তু নিক্ষেপ করা নিষিদ্ধ।
১৯। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পশুর প্রতি তীর নিক্ষেপ করে তা খেতে নিষেধ করেছেন। (তিনি বলেছেন,) তবে তাকে যবাহ করা হবে সুতরাং তারা যে পরিমাণ ইচ্ছা তীর নিক্ষেপ করুক।
(তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সূত্রে 'ইবন লাহি'আ' নামের এক বর্ণনাকারী আছে। তার হাদীস হাসান।)
(তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির সূত্রে 'ইবন লাহি'আ' নামের এক বর্ণনাকারী আছে। তার হাদীস হাসান।)
كتاب الصيد والذبائح
باب النهي عن الرمي بالبندق وما في معناه
عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه نهى عن الرمية أن ترمي الدابة (9) ثم تؤكل ولكن تذبح ثم ليرموا إن شاءوا