মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩৩
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১৩৩। আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মদ হারাম করা হয়, তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, আমাদের নিকট ইয়াতীমের মদ আছে। তিনি আমাদেরকে নির্দেশ দিলে আমরা সেগুলো (মাটিতে) প্রবাহিত করে দেই।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদে বর্ণনাকারী মুজালিদ ইবন সা'ঈদ-কে ইবন মা'ঈন (র) দুর্বল বলেছেন। কিন্তু নাসাঈ (র) বলেছেন, তিনি নির্ভরযোগ্য। অন্য এক স্থানে বলেছেন, তিনি শক্তিশালী নন।)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
عن أبي سعيد (10) قال قلنا لرسول الله صلى الله عليه وسلم لما حرمت الخمر أن عندنا خمرا ليتيم لنا فأمرنا فأهرقناها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩৩ | মুসলিম বাংলা